prokash
A
সুধী
অভিনন্দন!
অভিনন্দন জানানো হচ্ছে যে দেহলিজ -১০ প্রকাশ করা হয়েছে । আপনাকে একজন লেখক, কবি, পাঠক ও সাহিত্য গুণগ্রাহী হিসাবে পেয়ে দেহলিজ আনন্দিত ও উল্লসিত ।
যেহেতু আমাদের এই সংখ্যা ওয়েব পত্রিকা, এর একটি মেইন পেজ রয়েছে । দেহলিজ পত্রিকার সমস্ত লিঙ্ক সেখান থেকে শুরু হয় । এ পর্যন্ত যত দেহলিজ বেরিয়েছে, তার একটি তালিকা ও লিঙ্ক
সেখানে দেওয়া আছে । দেহলিজের এই সংখ্যার লিঙ্কটা সেখানে যুক্ত করা হলো ।
আমাদের মেইন পেজে গিয়ে আপনি অন্যান্য লেখার সঙ্গে আপনার লেখাটির লিঙ্ক ও পেয়ে যাবেন । আপনি, এই ইমেল poet.area@gmail.com টিকে কে, স্প্যাম মার্ক করা থেকে সাবধান থাকুন , যদি আপনি পরবর্তীতে এই ইমেল না দেখতে পান, অবশ্যই আপনি আপনার স্প্যাম ফোল্ডারটি দেখে নেবেন ।
আমাদের মেইন পেজে গিয়ে আপনি অন্যান্য লেখার সঙ্গে আপনার লেখাটির লিঙ্ক ও পেয়ে যাবেন । আপনি, এই ইমেল poet.area@gmail.com টিকে কে, স্প্যাম মার্ক করা থেকে সাবধান থাকুন , যদি আপনি পরবর্তীতে এই ইমেল না দেখতে পান, অবশ্যই আপনি আপনার স্প্যাম ফোল্ডারটি দেখে নেবেন ।
প্রবেশ করার জন্য ক্লিক করুন
এই সংখ্যাটিতে লিখেছেনঃ
সম্পাদকীয়
রাজঘাটঃ শ্রদ্ধাঞ্জলী
চাঁদনীচক সমূহ
ছবিতায় মঙ্গার
লঙ লাইভ রিং রোড
নজফ-ভাবনাগড়
রায় পিথোরাঃ हिंदी
পদ্যে সোনার গাঁ
নয়ীসড়কের পাঠকামি
তুঘলকাবাদ শিল্পকথা
অনুবাদে শাহজানাবাদ
শাহিদিল্লির দরবারে
হে বঙ্গ ভাণ্ডারে তব
দেহলিজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ; আশা করি, আপনাকে ভবিষ্যতের সঙ্গে পাবো ।
ধন্যবাদান্তে
পীযুষকান্তি বিশ্বাস
সম্পাদক - দেহলিজ পত্রিকা
নতুন দিল্লি, ভারত
A
পাঠকের মতামতঃ